ইসরায়েলজুড়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

ডেস্ক রিপোর্ট :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষোপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের ‘বেশ কয়েকটি এলাকায়’ সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একইসঙ্গে তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধের জন্য কাজ করছে।

দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, উত্তর ইসরায়েল ও দেশের দক্ষিণেও সাইরেন বেজে উঠেছে, যা ইরানি হামলা অব্যাহত থাকার ইঙ্গিত। তবে সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিকভাবে কোনও আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। তারা জনসাধারণকে সতর্ক করে দিয়েছে, যদি কোনো সতর্কতা সংকেত আসে, তবে যেন তারা অবিলম্বে আশ্রয় গ্রহণ করে। আইডিএফ আরও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিরোধে কাজ করছে।’

এই নতুন হামলা এমন এক সময়ে এলো যখন মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বিষয়ে ‘সম্পূর্ণভাবে সম্মত’ হয়েছে ইসরায়েল ও ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প দাবি করন, ইসরায়েল ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরায়েল তাদের চলমান অভিযান সম্পন্ন করবে। এর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।

এরপরপরই আরাগচি তার পোস্টে লিখেছেন, ‘যাই হোক, ইসরায়েল যদি তেহরানের সময় ভোর ৪টার (০০ : ৩০ জিএমটি) মধ্যে তাদের ইরানি জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদেরও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমাদের সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *