ইরানের ভয়ে ইসরায়েলি ফ্লাইট স্থগিত

ডেস্ক রিপোর্ট :
ইরানেরপারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধান এয়ারলাইন্সগুলো ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের বৃহত্তম বিমান সংস্থা এল আল, ইসরায়েল এয়ারলাইন্স, আর্কিয়া ও ইসরায়ার জানায়, তারা দেশে ফেরা যাত্রীদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

এল আল আরও জানায়, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিলের মেয়াদ ২৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং ইসরায়েল-ইরান মিসাইল বিনিময়ের কারণে অনেক এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলা শুরু করেছে। এর ফলে, আকাশপথে মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ফ্লাইট চলাচলে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।

এর আগে, শনিবার ইরানের ফোর্ডো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প ট্রুথ স্যোশালের পোস্টে লেখেন, ‘আমরা ফোর্ডো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, ফোর্ডোর জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *