পাঁচ দিনে ইরানের ১১শ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট :

গত পাঁচ দিনে ইরানের অভ্যন্তরে ১ হাজার ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান ঘোষণা করেছেন বলে ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ জানিয়েছে।

বুধবার (১৮ জুন) ডেফরিন বলেন, এই হামলাগুলো প্রমাণ করে যে ইসরায়েল ‘পারমাণবিক হুমকিকে নিষ্ক্রিয় করার জন্য পদ্ধতিগতভাবে কাজ করছে।’

সামরিক বাহিনীর মুখপাত্র আরও যোগ করেন, ‘বিমান বাহিনী ইরানে নির্বিঘ্নে কাজ করছে – এটি নজিরবিহীন।’

ওই বিবৃতিতে এই দাবির সঙ্গে ইরানের অভ্যন্তরে বিমান হামলার ভিডিও ফুটেজও সংযুক্ত করা হয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েল দাবি করছে, তাদের অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ‘উল্লেখযোগ্য ক্ষতি’ করেছে। অন্যদিকে, ইরানও ইসরায়েলে বেশকিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে, যার মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলার দাবিও রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে।

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *