হজ করতে গিয়ে মক্কায় ঢুকতে পারলেন না ২ লাখ ৬৯ হাজার জন

ডেস্ক রিপোর্ট :
অনুমতি ছাড়া হজ করতে যাওয়া ২ লাখ ৬০ হাজারের বেশি লোককে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপদ ও নিয়ন্ত্রিত হজ ব্যবস্থাপনা নিশ্চিতে সৌদি প্রশাসনের বৃহৎ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। খবর গালফ নিউজের

হজ নিরাপত্তা কমান্ডারদের এক যৌথ সংবাদ সম্মেলনে জননিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামী বলেন, যথাযথ নথিপত্র না থাকায় মোট ২ লাখ ৬৯ হাজার অনিবন্ধিত হজযাত্রীকে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

অননুমোদিত হজযাত্রীদের পরিবহণের চেষ্টার অভিযোগে ১ হাজার ২৩৯ জনকে গ্রেপ্তার এবং হজ পালনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৭৫ হাজারের বেশি ব্যক্তিকে জরিমানা করেছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ছাড়া অবৈধ হজযাত্রীদের বহনের চেষ্টার দায়ে পাঁচ হাজারের বেশি যানবাহন আটক করা এবং চেকপয়েন্টে আরও ১ লাখ ১০ হাজার যানবাহনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

৪১৫টিরও বেশি ভুয়া হজ অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। মক্কায় প্রবেশপথের স্থায়ী চেকপয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। আল বাসামী আরও বলেন, ‘হজের নিয়ম লঙ্ঘনের চেষ্টাকারীদের বিষয়ে নিরাপত্তা কর্মীরা সতর্ক রয়েছেন।’

সৌদির পাসপোর্ট দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ড. সালেহ সাদ আল মুরাব্বা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রী এসেছেন।

হজযাত্রীদের সহায়তার জন্য এবং অনিবন্ধিত ব্যক্তিদের শনাক্ত করার জন্য ভ্রাম্যমাণ সরঞ্জামসহ মাঠে রয়েছে বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি দৃঢ়ভাবে মোকাবিলার পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।

এটিভি বাংলা / নাদিয়া


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *