এফডিসিতে শাকিবকে রামদা হাতে খুঁজছিলেন এক যুবক

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ঢুকে রামদা (চাপাতি) হাতে ভাঙচুর করে শাকিব খানকে খোঁজার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ তাকে আটক করে। তার নাম মানিক মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক এফডিসিতে রামদা হাতে ঢুকে শাকিব খানকে খুঁজছিলেন। কারণ হিসেবে বলেছেন, শাকিবের কাছে তিনি টাকা পান। সে দাবি করে, জামালপুরে ‘গলুই’ সিনেমার শুটিংয়ে কাজ করেছিল। তবে কী ধরনের কাজ করেছে বা কেমন টাকা পায়, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

ঘটনার সময় উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব। তিনি বলেন, ‘আমরা সেসময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হৈ চৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। সে শাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে।’

তিনি আরও বলেন, ‘‘সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়।”

পুলিশ জানায়, মানিক মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন। তার কথাবার্তা অসংলগ্ন। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ একটি মামলা করেছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *