মেসির নামের পাশে নতুন অর্জন

ডেস্ক রিপোর্ট :
অর্জনে অর্জনেই গোটা ক্যারিয়ার পার করছেন লিওনেল মেসি। বেলাশেষের প্রহর যখন গুণছেন, তখনও থেমে নেই অর্জন। ইন্টার মায়ামির জার্সিতে আজ রোববার (১ জুন) গড়লেন আরেক কীর্তি। মেজর লিগ সকারে (এমএলএসে) মেসিই এখন মায়ামির সর্বোচ্চ গোলদাতা।

এমএলসের ম্যাচে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কলম্বাসকে ৫-১ গোলে হারিয়েছে মায়ামি। মেসি করেছেন জোড়া গোল। তাতে, টপকে গেলেন গঞ্জালো হিগুয়াইনকে। ২৯ গোল নিয়ে এতদিন এমএলএসে হিগুয়াইনই ছিলেন মায়ামির সর্বোচ্চ গোলদাতা। মাঠে নামার আগে মেসিরও ছিল সমান ২৯টি। এখন ৩১ গোল তার। ৩৮ ম্যাচে ৩১ গোলের পাশাপাশি ১৭ অ্যাসিস্ট আছে মায়ামি অধিনায়কের নামের পাশে।

আগের ম্যাচে জোড়া গোলের ধারাবাহিকতা এদিনও ধরে রাখেন মেসি। নিজে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি গোল। ১৩ মিনিটে মেসির সহায়তায় দলের প্রথম গোলটি আসে তাদেও আলেন্দের পা থেকে। প্রথমার্ধে ১৫ ও ২৪ মিনিটে দুই গোল করে দলের ব্যবধান  ৩-০ করেন মেসি।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে কলম্বাস একটি গোল শোধ করলেও লুই সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১ করে মায়ামি। ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে মেসির সহায়তায় ফাফা পিকাল্টের গোলে ৫-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

বিশাল জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে এখন মেসি-সুয়ারেজরা। মায়ামির চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *