‘অনির্দিষ্ট সংখ্যক’ যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

ডেস্ক রিপোর্ট :
চারদিনের ভারত-পাকিস্তান সংঘাত কোনোভাবেই পারমাণবিক যুদ্ধের দিকে যায়নি— এমন দাবি জানিয়েছে ভারতের সামরিক বাহিনী। একই সঙ্গে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে যে, ভারত এই যুদ্ধে ‘অনির্দিষ্ট সংখ্যার’ যুদ্ধবিমান হারিয়েছে। খবর এনডিটিভির।

সিঙ্গাপুরে সাংগ্রি-লা ডায়ালগ অনুষ্ঠানে যোগ দিয়ে আজ শনিবার (৩১ মে) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সশস্ত্র বাহিনীর চিফ  অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কেন সেগুলো ভূপাতিত হলো।’

অনিল চৌহান তার বক্তব্যে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা ভারতের ছয়টি যুদ্ধবিমান হারানোর ঘটনাকে ‘পুরোপুরি অসত্য’ হিসেবে অভিহিত করেন। তবে ভারত ঠিক কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সে প্রসঙ্গে তিনি কিছু বলেননি।

জেনারেল চৌহান বলেন, ‘কেন সেগুলো ভূপাতিত হলো, কী ভুল করা হয়েছিল- সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যুদ্ধবিমানের সংখ্যা এখানে গুরুত্বপূর্ণ নয়।’

জেনারেল চৌহান আরও বলেন, ‘যে ট্যাকটিকাল ভুলগুলো আমরা করেছি, সেগুলো আমরা বুঝতে পেরেছি, এটা বিষয়টির ভালো দিক। এটা সংশোধিত হোক আর দুদিন পরে বাস্তবায়ন হোক, এরপর আমাদের যুদ্ধবিমানগুলো আকাশে উড়বে, আরও বড় কোনো লক্ষ্যবস্তুকে সামনে রেখে।’

মে মাসের ৭ তারিখে শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে ভারতের যুদ্ধবিমানগুলোর ভাগ্যে কী ঘটেছিল- সে সম্পর্কে ভারত সরকার বা সামরিক বাহিনীর কোনো দায়িত্বশীল কর্মকর্তার প্রথম সরাসরি বক্তব্য এটি।

এর আগে, এ মাসের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, তার দেশ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামিয়েছে। তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা হয়নি। এর আগে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *