ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় গাজার বিভিন্ন স্থানে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বুরেইজ শরণার্থী শিবিরে চালানো ভয়াবহ হামলায় প্রায় দুই ডজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম দেইর আল-বালাহ থেকে জানান, বুরেইজে হামলায় হতাহতদের আল-আওদা হাসপাতাল ও আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল অন্তত ৩০ মিনিট ধরে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। জরুরি বিভাগে চরম চাপের সৃষ্টি হয়েছে।’
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গাজার উত্তরের জাবালিয়ায় একটি কিন্ডারগার্টেন এবং আজ্জাম পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার আরও একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে গাজার কেন্দ্রস্থলে নেটজারিম করিডোরে, যেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ এর নতুন একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
এর আগে মঙ্গলবার ও বুধবার, দক্ষিণ গাজার অন্য একটি ত্রাণ বিতরণকেন্দ্রে সহায়তার জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে ১০ জন নিহত ও বহু মানুষ আহত হন। মঙ্গলবারের ঘটনায় হাজারো ক্ষুধার্ত মানুষ ত্রাণকেন্দ্রে ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৮৬ ফিলিস্তিনি নিহত এবং আরও ১১ হাজার ৪৫১ জন আহত হয়েছেন।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply