ফায়ার ডিপার্টমেন্টের ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

ডেস্ক রিপোর্ট :
পুলিশ জানায়, ফায়ার ট্রাকটিতে বাতি জ্বলার পাশাপাশি সাইরেন বাজছিল। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে জরুরি কলে সাড়া দেওয়া ফায়ার ডিপার্টমেন্টের ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে পুলিশ।

বাহিনীটির বরাত দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, রবিবার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। সে সময় ৩০ বছর বয়সী বাইকচালক অ্যাভিনিউ ইউয়ের পশ্চিম প্রান্তে গাড়িটি চালাচ্ছিলেন। অন্যদিকে মেরিন পার্ক এলাকার ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ ধরে দক্ষিণের দিকে যাচ্ছিল ফায়ার ডিপার্টমেন্টের ট্রাকটি।

পুলিশ জানায়, ফায়ার ট্রাকটিতে বাতি জ্বলার পাশাপাশি সাইরেন বাজছিল। নিউ ইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার পর স্বাস্থ্যকর্মীরা মোটরসাইকেলের চালককে ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। বাহিনীটি ঘটনার তদন্ত করছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছিলেন নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের ৪৯ বছর বয়সী চালক।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *