ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অধীনে ১৮০ কোটি ২৫ লাখ রুপির একটি কার্যাদেশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ। প্রতিরক্ষা চুক্তির আলোকে কলকাতা ভিত্তিক একটি সরকারি মালিকানাধীন নৌযান নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে টাগ বোট কেনার কথা ছিল। খোলা সাগরে অভিযান পরিচালনার জন্য এবং দূর সাগরে লম্বা দূরত্বে নৌযান ‘টো’ করার কাজে এই টাগ বোট ব্যবহারের কথা ছিল বাংলাদেশের। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন কলকাতা ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড স্টক এক্সচেঞ্জকে এক বার্তায় গতকাল বুধবার বলে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই আদেশটি বাতিল করে দিয়েছে।’

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পাঠানোর ‘ট্রান্সশিপমেন্ট’ সুবিধা ভারত বাতিল করে দেওয়ার পর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল।

দুদেশের চলতে থাকা কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই গত ১৮ মে ভারত বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাবার আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সমন্বিত তল্লাশি কেন্দ্র বা আইসিপিগুলো দিয়ে কোনো ধরনের বাংলাদেশি তৈরি পোশাক প্রবেশ করতে দেওয়া হবে না।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *