বয়সভিত্তিক দলে রোনালদো ‍জুনিয়রের অভিষেক

ডেস্ক রিপোর্ট :
ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথেই হাঁটছে রোনালদো জুনিয়র। বাবার মতোই ৭ নম্বর জার্সি গায়ে চাপায়। এবার গায়ে চাপালো পর্তুগালের জার্সি। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে আজ মঙ্গলবার (১৩ মে) অভিষিক্ত হয়েছে সিআরসেভেনের বড় ছেলে রোনালদো জুনিয়র।

জাপানের বিপক্ষে ম্যাচটিতে পর্তুগিজ যুবারা জিতেছে ৪-১ গোলে। ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে রোনালদো জুনিয়র। ক্রোয়েশিয়ায় চলছে ভ্লাৎকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৩ থেকে ১৮ মে চলবে বয়সভিত্তিক দলের টুর্নামেন্টটি।

টুর্নামেন্টে অংশ নিতে পর্তুগাল দলের সঙ্গী হন রোনালদো জুনিয়র। গতকাল প্রথমবারের মতো অনুশীলন করে পর্তুগাল স্কোয়াডের সতীর্থদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানোর মা ও জুনিয়রের দাদি মারিয়া দলোরেস। ম্যাচের দিনও নাতির খেলা মাঠে বসে উপভোগ করেছেন তিনি।

রোনালদো জুনিয়রের সামনে সুযোগ ছিল পাঁচটি আলাদা দেশের জাতীয় দলকে বেছে নেওয়ার। তবে ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দে নয়, কিংবদন্তি বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে নেমেছেন পর্তুগিজদের হয়ে। যাকে ঘিরে আগামীর পর্তুগাল স্বপ্ন দেখতেই পারে।

ছেলের অভিষেকে খুশি বাবাও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘পর্তুগালের জার্সিতে তোমার অভিষেকের জন্য অভিনন্দন। তোমাকে নিয়ে গর্বিত।’

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *