অভিবাসীদের গণবিতাড়নে আরও ২০ হাজার কর্মকর্তাকে যুক্ত করার নির্দেশ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট :
অ্যারিজোনার স্যাসাবে এলাকায় ফেব্রুয়ারিতে এক অভিবাসীর দেহ তল্লাশি করেন বর্ডার পেট্রল এজেন্ট। ছবি: নিউ ইয়র্ক টাইমস 0
ট্রাম্পের এ সিদ্ধান্ত কার্যকর হলে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নের পরিসর অনেক বাড়বে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
অভিবাসীদের গণবিতাড়ন কার্যক্রম বেগবান করার অংশ হিসেবে আরও ২০ হাজার কর্মকর্তাকে যুক্ত করতে শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার এ সিদ্ধান্ত কার্যকর হলে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নের পরিসর অনেক বাড়বে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

অনথিবদ্ধ অভিবাসীরা স্বেচ্ছায় অ্যামেরিকা ছেড়ে নিজ দেশে চলে যাবেন, এমনটাই চান ট্রাম্প। এর অংশ হিসেবে স্টেইট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাবেক ফেডারেল কর্মকর্তা, অন্যান্য ফেডারেল সংস্থাগুলোর কর্মকর্তা ও কর্মী এবং অন্যান্য ব্যক্তিকে অভিবাসনবিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সাময়িকভাবে যুক্ত করতে কিংবা তাদের সঙ্গে চুক্তি করতে ত্বরিত ব্যবস্থা নিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে নির্দেশ দেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) বিতাড়ন কর্মকাণ্ডে ‍যুক্ত আছেন প্রায় ছয় হাজার কর্মকর্তা। নতুন করে ২০ হাজার কর্মকর্তা যুক্ত করার চেষ্টায় অর্থায়ন কীভাবে হবে, সেটি নিশ্চিত নয়।

এর আগে স্টেইট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অভিবাসনবিষয়ক কার্যক্রমে যুক্ত করার তাগিদ দেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেশ কিছু চুক্তি করেন।

এপ্রিলের শেষের দিকে ফ্লোরিডায় আইসের অভিযানে সহায়তা করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযানে স্টেইটজুড়ে এক হাজার একশর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *