ডেস্ক রিপোর্ট :
সরাসরি প্রিমিয়ার লিগে খেলার আশা শেষ হয়েছে শেফিল্ড ইউনাইটেডের। শেফিল্ডে খেলা হামজা চৌধুরীকে আবার প্রিমিয়ারে দেখার স্বপ্ন তাই ভাঙতে বসেছে বাংলাদেশি ভক্তদের। তবে, একেবারে হতাশ হওয়ার সময় আসেনি এখনও। ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফের লড়াই শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৮ মে) থেকে
প্লে-অফে দুই লেগের সেমিফাইনাল ও ফাইনাল জিতলেই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যাবে শেফিল্ডকে। তার আগে সেমিতে শেফিল্ডের প্রতিপক্ষ ব্রিস্টল সিটি। ফুটবলের বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা অপ্টা অ্যানালিটিক্সের সুপার কম্পিউটার বলছে, প্রিমিয়ার লিগে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি শেফিল্ডের।
প্লে-অফে খেলবে চার দল। হামজার শেফিল্ড খেলবে ব্রিস্টলের বিপক্ষে। অন্য ম্যাচে কভেন্ট্রি সিটির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। অপ্টার বিশ্লেষণ মতে, শেফিল্ডের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৬১ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ, কভেন্ট্রির ৫৪.৫ শতাংশ। সান্ডারল্যান্ড ও ব্রিস্টলের সম্ভাবনার হার যথাক্রমে ৪৫.৫ ও ৩৯ শতাংশ।
প্লে-অফে জেতার সম্ভাবনা কার কতটুকু, সেটিও তুলে ধরেছে অপ্টা। সেখানেও এগিয়ে শেফিল্ড, ৩৬ শতাংশ নিয়ে। কভেন্ট্রির ২৫.১, ব্রিস্টলের ১৯.৬ ও সান্ডারল্যান্ডের সম্ভাবনা ১৯.৩ শতাংশ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply