ডেস্ক রিপোর্ট:
অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন ওরফে রাকা।
বুধবার (৩০ মার্চ) সকালে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এর আগে, সোমবার (২৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিন রাকাকে জামিন দেন হাইকোর্ট। শুনানি শেষে তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করেন বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। ২০২১ সালের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাব জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
গত ২৫ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এটিভি বাংলা/তিষা
Leave a Reply