অভিবাসী বিতাড়ন: যে ঝামেলায় পড়তে পারে ট্রাম্প প্রশাসন

ডেস্ক রিপোর্ট :
যুদ্ধকালীন আইনের আওতায় ভেনেযুয়েলান অভিবাসীদের বিতাড়ন স্থগিত রাখতে আদেশ দিয়েছিলেন অ্যামেরিকার একজন ফেডারেল জাজ। কিন্তু সে আদেশ অমান্য করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এ কারণে তাদের আইনি ঝামেলায় পড়তে হতে পারে বলে বুধবার জানিয়েছেন একজন জাজ।

রয়টার্সের খবরে বলা হয়, ওয়াশিংটনে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গ লিখিত এক আদেশে জানান, ট্রাম্প কর্মকর্তাদের ফৌজদারি আদালত অবমাননার মুখোমুখি করার ‘সম্ভাব্য কারণ’ পেয়েছেন তিনি।

বোসবার্গ বলেন, এলিয়েন এনিমিয অ্যাক্টের আওতায় গ্যাং সদস্য হিসেবে শনাক্তকৃত ভেনেযুয়েলানদের এল স্যালভাদরে বিতাড়ন আটকে দিয়ে গত ১৫ মার্চ তিনি যে আদেশ দিয়েছিলেন, সেটিকে ‘ইচ্ছাকৃত অগ্রাহ্য’ করেছে ট্রাম্প প্রশাসন।

জাজের এ আদেশের বিষয়ে রয়টার্সের কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম তিন মাসে তার প্রশাসন যেসব নীতি বাস্তবায়ন করেছে, সেগুলো ১৫০টি আইনি চ্যালেঞ্জে পড়েছে।

এমন বাস্তবতায় ডেমোক্র্যাট ও কিছু আইন বিশ্লেষক বলেছেন, কিছু মামলায় আদালতের আদেশ পছন্দ না হওয়ায় প্রশাসনের অনেক কর্মকর্তা সেগুলো বাস্তবায়ন করতে চাননি। এর মধ্য দিয়ে তারা ফেডারেল সরকারের সমপর্যায়ের স্বাধীন একটি শাখার আদেশ অমান্যের সম্ভাব্য ইচ্ছার ইঙ্গিত দিয়েছেন।

এটিভি বাংলা /হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *