ডালাসে স্কুলে বন্দুক হামলায় আহত ৪ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট :
টেক্সাসের ডালাসের উইলমার-হাচিন্স হাই স্কুলে মঙ্গলবার বন্দুক হামলায় চার শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার ঘটনায় এক সন্দেহভাজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডালাস আইএসডি পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ অব পুলিশ ক্রিস্টিনা স্মিথ।

‘সন্দেহভাজন গ্রেপ্তার হয়নি, তবে আমরা সন্দেহভাজনকে শনাক্ত করেছি’, মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন স্মিথ।
‘আইনশৃঙ্খলা পার্টনারদের অনেকে আমাদের সাহায্য করছে এবং আমরা তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত এবং তাকে গ্রেপ্তারে কাজ করছি’, যোগ করেন তিনি।

বেশ কিছু সূত্র এবিসি নিউজকে জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ফলে বন্দুক হামলা হয়েছে। এখানে সক্রিয় কোনো বন্দুকধারী ছিল না।

পুলিশ কর্মকর্তা ক্রিস্টিনা স্মিথ জানান, আহত চার শিক্ষার্থীকে স্থানীয় একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এবিসির সূত্রগুলো জানায়, আহত চার শিক্ষার্থীর মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে

কী কারণে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে তথ্য নেই জানিয়ে ক্রিস্টিনা স্মিথ বলেন, এ বিষয়ে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ডালাস এবিসির অ্যাফিলিয়েট টেলিভিশন ডব্লিউএফএএকে একজন সিনিয়র শিক্ষার্থী জানান, লাঞ্চ টাইমের কাছাকাছি সময়ে তিনি ফয়ারে (হলঘর) ছিলেন। সে সময় বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এরপর তিনি শিক্ষার্থীদের দৌড়াতে দেখে এবং আর্তনাদের শব্দ শুনে ব্যান্ড রুমে আশ্রয় নেন।

ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশের গাড়ি ও ফায়ার সার্ভিসের ট্রাক জড়ো হওয়ার পর স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

স্কুলটি নিরাপদে আছে জানিয়ে ডালাস ইনডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট লোকজনকে ক্যাম্পাস এলাকা থেকে দূরে থাকার তাগিদ দিয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *