আনন্দ শোভাযাত্রায় ২৮ জাতিগোষ্ঠীর মিলনমেলা

ডেস্ক রিপোর্ট :
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। প্রায় দেড় ঘণ্টার এই শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো এই শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠীর মানুষ। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ছিল-  মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, রাখাইন, মনিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠীসহ অনেকে।

শোভাযাত্রাটি সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় বাংলার পুরোনো ঐতিহ্যকে উপস্থাপন করা হয় নানাভাবে। জেলে-কামার-কুমারদের উপস্থাপন করা হয়।

এবারের শোভাযাত্রায় ছোট, বড়, মাঝারি মিলে ২১টি মোটিফ ছিল। মোটিফগুলোর মধ্যে ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি, বাঘ, মাছ, পুতুল, পালকি, পানি লাগবে, ৩৬ জুলাই, তরমুজের ফালি।

এছাড়া পাঁচটি পটচিত্রও দেখা যায়। পটচিত্রগুলোর মধ্যে ছিল- পটচিত্র আকবর, পটচিত্র বেহুলা, গাজীর পট, পটচিত্র বনবিবি, পটচিত্র বাংলাদেশ ইত্যাদি।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *