ডেস্ক রিপোর্ট :
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেইশন (এফএএ) জানায়, বিমানটি স্যাসনা ৩১০ মডেলের, যাতে ছিলেন তিন আরোহী। সাউথ ফ্লোরিডার গুরুত্বপূর্ণ একটি ইন্টারস্টেইট হাইওয়ের কাছে শুক্রবার সকালে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, দুর্ঘটনার শিকার বিমানটির ধাক্কায় একটি গাড়ি গিয়ে পড়ে রেলপথে।
বোকা রেটন ফায়ার রেসকিউয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ মাইকেল লেসাল জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়, যার ফলে তিন আরোহীর সবাই নিহত হন। বিমানটি মাটিতে আছাড় খাওয়ার পর অগ্নিকুণ্ডে পাশে থাকা গাড়ির এক যাত্রী আহত হন।
লেসাল আরও জানান, দুর্ঘটনার কারণে ইন্টারস্টেইট ৯৫-এর কাছে বোকা রেটন এয়ারপোর্ট সংলগ্ন কিছু সড়ক বন্ধ থাকবে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেইশন (এফএএ) জানায়, বিমানটি স্যাসনা ৩১০ মডেলের, যাতে ছিলেন তিন আরোহী।
এক ইমেইলে এফএএ জানায়, বোকা রেটন এয়ারপোর্ট থেকে ট্যালাহাসি যাওয়ার পথে সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। ফায়ার কর্মকর্তারা সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেলকে জানান, বিমানটি দৃশ্যত একটি গাড়িকে রেলপথে নিয়ে ফেলেছে। এর ফলে রেলপথটি বন্ধ হয়ে গেছে।
জশ ওরসিনো নামের ৩১ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি ওভারপাসে ট্রাফিক সিগন্যালের সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনেন তিনি। এরপর বিশাল একটি অগ্নিকুণ্ডকে তার দিকে আসতে দেখেন। ওরসিনো আরও বলেন, ‘আমরা সেখানে বসে দেখছিলাম পাম গাছে আগুন ধরতে শুরু করেছে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply