হার্ডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট ও শিশুসহ ৬ জন নিহত

নিউইয়র্ক: নিউইয়র্কের হার্ডসন নদীতে ভ্রমনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট ৩ শিশুসহ স্পেনের দম্পতি নিহত হয়েছে । স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩ টা ১৫ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটন হার্ডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিউইয়র্ক পুলিশ জানায়, ৩ শিশু সন্তানসহ স্পেন থেকে বেড়াতে আসা দম্পতি বিকেল ৩ টায় হেলিকপ্টারে স্ট্যটু অব লিবার্টি ও জর্জওয়াশিংটন ব্রিজ দেখতে যায়। ফেরার পথে প্রচন্ড বাতাস ও ঘন কুয়াশায় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডসন নদীতে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ৬ জনেরই মৃত্যু হয়। ২০০৪ সালে নির্মিত যাত্রীবাহি হেলিকপ্টারটি ২০১৬ সালে এভিয়েশন কর্তৃপক্ষ সর্বশেষ ইইন্সপেকশন করে ২০২৯ পর্যন্ত ফিট সার্টিফিকেট প্রদান করে। দুর্ঘটনাস্থল সিভিল অ্যাভিয়েশন ও নিউ পুলিশ উদ্বার ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে ২০১৬ সালে ২৮ মে এই হার্ডসন নদীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছিলো। তারও আগে ২০০৯ সালের ১৫ জানুয়ারি নিউইয়র্কের হার্ডসন নদীতে ১৫০ যাত্রী নিয়ে ইউএস এয়ার ওয়াজের একটি বিমান জরুরি অবতরন করে। সেসময় পাইলট ক্রুসহ সকল যাত্রীদের জীবিত উদ্ধার হয়েছিলো।


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *