ডেস্ক রিপোর্ট:
রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় সন্ধ্যার পর পরই হানা দেয় বছরের প্রথম কালবেশাখী। তারই প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
তবে কয়েকটি এলাকায় একেবারেই ঝড়বৃষ্টির ছিঁটেফোটা ছিল না। আকাশ মেঘলা থাকায় আবহাওয়া গুমোট হয়ে আছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৩, সীতাকুণ্ডে ৬, কুমিল্লা ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বরিশালে সামান্য বৃষ্টি হয়েছে।
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩২ , সিলেটে ৩২ দশমিক ২, রংপুরে ৩২ দশমিক ২, খুলনায় ৩৪ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর নিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply