ট্রাম্প-ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপজুড়েও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শহরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক (ট্যারিফ) নীতির ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে ব্যাপক ধসের পর স্থানীয় সময় গতকাল শনিবার (৫ এপ্রিল) এ প্রতিবাদ শুরু হয়।

ফ্র্যাঙ্কফুর্ট শহরের ওপার্নপ্লাটজে ‘হ্যান্ডস অফ!’ নামে এই বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির প্রবাসী শাখা।

বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগ দাবি করেন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল— “গণতন্ত্র ফিরিয়ে আনুন”, “আমাদের ব্যক্তিগত তথ্য থেকে হাত সরান” এবং “ডোনাল্ড, তোমার আজেবাজে কথায় বিশ্ব ক্লান্ত — এবার সরে যাও!”

জার্মানির রাজধানী বার্লিনে টেসলা শোরুমের সামনে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তারা জার্মানিতে থাকা মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান, “ঘরের অরাজকতা বন্ধে এগিয়ে আসুন।”

ইলন মাস্ককে উদ্দেশ করে একটি পোস্টারে লেখা ছিল— “চুপ করো ইলন, কেউ তোমাকে ভোট দেয়নি”। একজন প্রতিবাদকারীর কুকুরের গলায় ঝুলানো ছিল একটি সাইনবোর্ড— “ডিওজিইর বিরুদ্ধে কুকুরেরা”, যা ট্রাম্প প্রশাসনের অধীনে ইলন মাস্ক পরিচালিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ।

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ২০০ জন (অধিকাংশই মার্কিন নাগরিক) রিপাবলিক স্কয়ারে জমায়েত হন। কেউ কেউ বক্তব্য দেন, কেউ আবার গান গেয়ে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জানান। একজন বব ডিলানের জনপ্রিয় গান ‘মাস্টারস অফ ওয়ার’ গেয়ে শোনান।

তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল— “স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ করুন”, “আইনের শাসন চাই”, “ফ্যাসিবাদের নয়, নারীবাদের পক্ষে স্বাধীনতা” এবং “গণতন্ত্র বাঁচাও”।

ব্রিটেনের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে কয়েকশত মানুষ জড়ো হন। “গর্বিত আমেরিকান, লজ্জিত আমেরিকা” এবং “ডব্লিউটিএএফ আমেরিকা?” লেখা ব্যানার বহন করেন তারা।

বিক্ষোভকারীরা স্লোগান দেন— “কানাডা থেকে হাত সরাও”, “গ্রিনল্যান্ড থেকে হাত সরাও” এবং “ইউক্রেন থেকে হাত সরাও”।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *