‘দেশের মানুষকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প’

ডেস্ক রিপোর্ট :
ব্যাপক শুল্ক ঘোষণা কোরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, অ্যামেরিকার অনেক ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাড়িয়ে তুলেছেন বলে মন্তব্য করেছেন, ডেমোক্র্যাটিক সেনেটর ডিক ডারবিন। আরেক ডেমোক্র্যাটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেছেন, দেশের মানুষকে একটি ভয়ানক অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে, রিপাবলিকান সেনেটর রিক স্কট বলেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে অ্যামেরিকার বাণিজ্যে আর কেউ বাধা সৃষ্টি করবে না। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার দাবি করেন, শুল্ক প্রেসিডেন্ট ট্রাম্পের দরকষাকষির একটি হাতিয়ার। তাই এর ফলে দীর্ঘমেয়াদে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে ডেমোক্র্যাটিক সেনেটর ডিক ডারবিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলকে অ্যামেরিকার লিবারেশন ডে’ হিসেবে আখ্যায়িত করলেও, প্রকৃতপক্ষে এটি দেশের মানুষে দৈনন্দিন খরচ আরো বাড়াবে। সেনেট ফ্লোরের বাইরে দেয়া প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, তাঁর স্টেইটের ভোটারদের মাঝে এরইমধ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ট্রাম্পের শুল্ক নীতি দেশকে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে একই অভিমত ব্যক্ত করেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান স্টিভেন হর্সফোর্ড। ট্রাম্পের শুল্ক প্রকৃতপক্ষে দেশের মানুষের ওপর চাপিয়ে দেয়ার এক ধরনের কর বলে, মন্তব্য করেন তিনি।

তবে, ভিন্নমত পোষণ করেন রিপাবলিকান আইনপ্রণেতারা। জিওপির সেনেটর রিক স্কট বলেন, অন্য দেশগুলো যেভাবে অ্যামেরিকার কাছ থেকে সুযোগ নিয়েছে তাতে তিনি বিরক্ত। রিপাবলিকান সেনেটর এরিক শ্মিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক পদক্ষেপের ফলে দেশে উৎপাদন ব্যাপক হারে বাড়বে। প্রেসিডেন্টের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান শ্মিট।

নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের রিসিপ্রোকাল ট্যারিফের সমালোচনা না করে এর প্রেক্ষাপট নিয়েও কথা বলা উচিত। ললার মনে করেন, আলোচনার মাধ্যমে অনেক দেশের ওপর থেকে শুল্ক কমানো হতে পারে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *