শুল্কের কারনে উল্লেখযোগ্য হারে দাম বাড়বে নিত্যপণ্যের

ডেস্ক রিপোর্ট :
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে, দেশে নিত্যপণ্যের দাম আশংকাজনক হারে বাড়তে পারে। আমদানি করা পণ্যের মূল্য তিন শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের একটি প্রতিবেদন।
দেশের ভোক্তাদের জীবনযাত্রার খরচ বাড়ছে আগের চেয়ে অনেক বেশি। নিত্যদিনের বাজার খরচ বাঁচিয়ে পকেটে যা থাকতো, এখন সেটিও খোয়া যাবে অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে। কারণ, আমদানি করা প্রসেসড চাউল, মাছ, মাংস, সবজি, ফলমূল, বাদামসহ বিভিন্ন খাদ্যদ্রব্য কিনতে এখন ব্যয় বাড়তে পারে চার শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

চা, কফিতে আসক্ত ভোক্তাদেরও বিড়ম্বনায় ফেলবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সদ্যঘোষিত এই শুল্কনীতি। কারণ, ওয়াইন, চকলেট, চিনি, দুগ্ধজাত পণ্যসহ দাম বাড়ছে এসব পানীয়’রও। একইসাথে, ব্র্যান্ডের দোকানে পোশাক কিনতে গিয়েও, এখন দাম নিয়ে দুর্ভাবনা হতে পারে ফ্যাশন সচেতনদের। গ্লোভস, ব্যাগসহ চামড়াজাত পণ্য কিনতে, আগের চেয়ে ভোক্তাদের খরচ বাড়ছে ১৮ শতাংশের বেশি। তৈরি পোশাক ও জুতার দামও বাড়তে পারে ৯ শতাংশ থেকে প্রায় ১৭ শতাংশ।

কোথাও যেতে গেলে যে পরিবহন ব্যবহার করবেন সেখানেও বিপত্তি। বাইসাইকেল, মোটরসাইকেলসহ বাড়ছে গাড়ির দাম। এগুলোর বিভিন্ন যন্ত্রাংশের দামও বাড়ায়, বাড়বে রক্ষণাবেক্ষণ খরচও।

এছাড়া, কাঁচ, সিমেন্ট, কংক্রিটসহ ইস্পাত ও লোহাজাত পণ্যে মূল্য বৃদ্ধি হতে পারে সাড়ে ছয় শতাংশ। কৃষি যন্ত্রাংশ ও কাঠের আসবাবপত্রেও খরচ বাড়ছে স্বল্প পরিসরে। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে গেলেও আরও অসুস্থ হয়ে পড়তে পারেন রোগীরা। কারণ, দাম বাড়ছে সেখানেও।

নিত্যপণ্যের পাশাপাশি বিলাসবহুল পন্য কিনতেও এখন গুণতে হবে বাড়তি অর্থ। অ্যাপলের আইফোন, আইপ্যাডসহ ইলেকট্রনিক্স পণ্যে খরচ বেড়ে দাঁড়াতে পারে প্রায় দ্বিগুণ। টিভি ও কম্পিউটারের সাথে সাথে বাড়বে কিবোর্ড, মেমরি কার্ড, হার্ড ড্রাইভসহ অন্যান্য যন্ত্রাংশের দামও। একইসাথে প্রায় ৫ শতাংশ খরচ বাড়বে সোনা, হীরাসহ নানানরকম অলংকার কিনতেও।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *