নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে গমের ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার সকালে উপজেলার রাধাকান্তপুর এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি মাজার সংলগ্ন গমের জমিতে কাপড়ে মোড়ানো শিশু নড়াচড়া করছে দেখে বাবুল হোসেন নামে এক কৃষক তাকে উদ্ধার করে প্রথমে বাড়ি নিয়ে যান। প্রাথমিক পরিচর্যার পর পরিবারের লোকজনসহ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. খোরশেদ আলম বলেন, ‘শিশুটি সুস্থ রয়েছে এবং উদ্ধারকারী ব্যক্তির পরিবারের জিম্মায় হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে।’
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply