স্পোর্টস প্রতিবেদক:
তাঁর পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। এর পরও সাকিব আল হাসান তৃতীয় ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকায় থেকে যান। ম্যাচে তিনি খেলেছেন। দল জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। সঙ্গে সিরিজও ঘরে তুলেছে বাংলাদেশ। পরিবারের পাশে থাকতে দেশে ফিরেছেন বাংলাদেশি তারকা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পা রাখেন সাকিব।
দেশে ফেরার কারণে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা খুব কম। অবশ্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তিনি। আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৭ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। পাঁচটিতে ইনিংস ব্যবধানে। আরেকটি ম্যাচে হেরেছে ৩৩৩ রানে।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply