একের পর এক ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত কয়েক মিলিয়ন মানুষ

ডেস্ক রিপোর্ট :
দেশে আবারো আঘাত হেনেছে টর্নেডো। গেলো এক সপ্তাহ ধরে একের পর ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দেশের কয়েক মিলিয়ন মানুষ। দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে অন্তত ১০টি টর্নেডো রাতভর তাণ্ডব চালায়। এতে বাড়ি-ঘড়, স্কুলসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানও। সেই সাথে ইন্ডিয়ানার গ্যারি শহরে এক নারী আহত হয়েছেন। এছাড়া নেবরাস্কা, মিনিসোটাসহ বিভিন্ন স্টেইটে তুষারঝড়ের কারণে মিশিগানের পর্যন্ত বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দাবানলের কারণে পুড়ে গেছে ফ্লোরিডার ২৪ হাজার একর জমি।

বুধবার দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে অন্তত ১০টি টর্নেডো রাতভর তাণ্ডব চালায়। এতে বাড়ি-ঘড়, স্কুলসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানও। পুলিশ জানিয়েছে, টর্নেডো ইএফ ওয়ানের আঘাতে ইন্ডিয়ানার গ্যারি শহরে এক নারী আহত হয়েছেন।

নেবরাস্কা, মিনিসোটাসহ বিভিন্ন স্টেইটে দেখা গেছে তুষারঝড়ের প্রভাব। ফলে নেবরাস্কা থেকে মিশিগান পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন বহু পরিবার। এছাড়াও তুষারঝড়ের কারণে টেক্সাসের বিভিন্ন এলাকায় ঘটেছে গাড়ি দুর্ঘটনাও।

এছাড়াও ভারী বৃষ্টির কারণে ওরেগনে জরুরি অবস্থা জারি করেছে স্টেইট গভর্নর। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় ইয়সমিট ন্যাশনাল পার্কে ঘটেছে ভূমি ধসের ঘটনাও। যার ফলে বন্ধ রয়েছে পার্কের একটি সড়ক।

এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডা, টেক্সাস, ও আরকানসাসহ বিভিন্ন স্টেইটে ছড়িয়ে পরে দাবানল। ভয়াবহ আগুনে পুড়ে গেছে ফ্লোরিডার ২৪ হাজার একর জমি। এর কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ইউ এস ওয়ান হাইওয়ে। তুলনামূলক কম আদ্রতার কারণে দাবানলের আগুন বাড়ছে বলে মত পরিবেশবিদদের।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *