ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০ শতাংশই হবে তরুণ ভোটার

ডেস্ক রিপোর্ট :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশই হবে তরুণ। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) বয়স ভিত্তিক একটি ভোটার তালিকা করেছে। ওই তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এক্ষেত্রে তরুণদের ভোট সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে ত্রয়োদশ নির্বাচনে।

জানা গেছে, এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে প্রায় পৌনে চার কোটি তরুণ ভোটার। যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ হবে। কেউ কেউ বলছেন, এ তরুণ ভোটাররা আগামী সংসদ নির্বাচন কোন দল সরকার গঠন করবে, তা ঠিক করে দিবে।

ইসি সূত্র জানায়, দেশে বর্তমানে ভোটার রয়েছে ১২ কোটি ৪৪ লাখ। এর মধ্যে এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সের ভোটারদের তরুণ ধরা হয়েছে। যাদের সংখ্যা তিন কোটি পাঁচ লাখের সঙ্গে আরও চলমান ভোটার তালিকা হালনাগাদ শেষে যুক্ত হবে আরও প্রায় ৫৭ লাখের বেশি। এতে মোট তরুণ ভোটার সংখ্যা দাঁড়াবে পৌনে চার কোটির কাছাকাছি। যা মোট ভোটারের ৩০ শতাংশ।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমান ভোটার তালিকায় ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে ভোটার রয়েছে এক কোটি ৫১ হাজার। এর পরের অবস্থানে ৩৪ থেকে ৪১ বছরের মধ্যে ভোটার দুই কোটি ৫৩ লাখ ভোটার। এ ছাড়া ৪২ থেকে ৬০ বছর পর্যন্ত ভোটার রয়েছে চার কোটি। ৬০ বছরের ওপরে রয়েছে এক কোটি ৮৬ লাখ ভোটার।

চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক মহলে চলছে ভোটের হিসাব-নিকাশ।

গত দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৭২০ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩৬৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন ছিল। এবার ভোটার তালিকা হালনাগাদের পর প্রায় ১৩ কোটি ভোটার ভোট দিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে এর মধ্যে প্রায় এক কোটি প্রবাসী ভোটার যাদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোট গ্রহণ করার পরিকল্পনাও হাতে নিয়েছেন নির্বাচন কমিশন।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *