গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’ : ইইউ

ডেস্ক রিপোর্ট :

ইসরায়েলের হামলার ফাইল ছবি এএফপির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, তিনি তার ইসরায়েলি সমকক্ষকে বলেছেন গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’। এক কথোপকথনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে এ কথা বলেন তিনি। আজ বুধবার (১৯ মার্চ) ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তির করে ইসরায়েল। ১ মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় না গিয়ে মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের বোমা হামলায় ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ। মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই হামলা কেবল শুরু। হামাসের সঙ্গে ভবিষ্যতে আলোচনা কেবল হামলার মুখেই হবে।’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, তিনি মঙ্গলবার এক কথোপকথনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কেন এটি করছেন?’ কালাস জানান, তিনি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বার্তা দিয়েছেন। এতে তিনি বিশেষভাবে ‘বেসামরিক মানুষের প্রাণহানির’ কথা উল্লেখ করেছেন। কালাস আরও জানান, আগামী রোববার তিনি মিসরে যাবেন ও ‘আরব কুইন্ট’-এর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনায় মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও জানান কালাস।
২০২৩ সালের ৭ অক্টোবরে হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। এ ঘটনা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সূত্রপাত করেছিল।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *