ডেস্ক রিপোর্ট :
লেস্টার সিটি থেকে শুরু করে বর্তমানে শেফিল্ড ইউনাইটেড, হামজা চৌধুরী মূলত খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। বাংলাদেশ জাতীয় দলে ডিফেন্সিভ মিডে দীর্ঘদিন খেলেছেন জামাল ভূঁইয়া। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে উঠবে হামজার।
হামজাকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষত, জাতীয় দলে কোন পজিশনে খেলবেন তিনি, তা নিয়ে চলছে আলোচনা। প্রথমত, ডিফেন্সিভ মিডে জামাল আছেন আগে থেকেই। সাম্প্রতিক দিনগুলোতে এই পজিশনে ভালো করছেন হৃদয়। কোচ হাভিয়ের কাবরেরা তাই হামজাকে কোথায় খেলাতে পারেন?
ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ঘুরে দেখা গিয়েছে, ডিফেন্সিভ মিডে খেললেও, অন্যান্য পজিশনেও নিজেকে মেলে ধরেছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে খেলা ৯ ম্যাচের মধ্যে ২টি যেমন খেলেছেন রাইট ব্যাক হিসেবে। যার একটি পুরো ৯০ মিনিটই ছিলেন মাঠে। আরেকটিতে খেলেন ৬৪ মিনিট।
এছাড়া, সেন্ট্রাল মিডে খেলার অভিজ্ঞতাও আছে হামজার। মাঝমাঠ এমন এক জায়গা, যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় পুরো দলকে। বক্স টু বক্স ফুটবল হোক কিংবা অন্য কৌশল, মাঝমাঠেই থাকে মূল নাটাই। সেক্ষেত্রে হামজাকে নিয়ে কোন পরিকল্পনা সাজিয়ে রেখেছেন কাবরেরা, তা জানা যাবে ম্যাচের দিন।
চলতি মৌসুমে লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে গিয়েছেন হামজা। লেস্টারে তেমন সুযোগ না পেলেও শেফিল্ডের একাদশে নিয়মিত মুখ তিনি। ৯ ম্যাচের ৭টিতেই ছিলেন শুরুর একাদশে, ৫টিতে খেলেছেন পুরো ম্যাচ। চলতি মৌসুমে ম্যাচপ্রতি হামজা মাঠে ছিলেন গড়ে ৭৬ মিনিট।
এটিভি বাংলা/ হৃদয়
Leave a Reply