পুতিনের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী মঙ্গলবার (১৮ মার্চ) বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার কথা জানিয়েছেন তিনি। আলোচনায় ‘ভূখণ্ড ও বিদ্যুৎকেন্দ্র’ সম্পর্কিত বিষয়গুলোও গুরুত্ব পাবে। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, নির্দিষ্ট কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ও আলোচনায় আসছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি যুদ্ধ শুরুর আগের চেয়ে অনেক আলাদা পরিস্থিতি। এখন আমরা ভূখণ্ড ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলব, যা একটি গুরুত্বপূর্ণ ইস্যু।’

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেন ও রাশিয়ার পক্ষ থেকে অনেক কিছু আগেই আলোচনা করা হয়েছে।’

যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সম্ভব কি না, তা এখনই বলা কঠিন। তবে আমি মনে করি, ভালো একটা সম্ভাবনা রয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির পক্ষে থাকলেও রাশিয়া এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। বরং, মস্কো যুদ্ধবিরতির আগে বেশ কিছু শর্ত দেওয়ার ওপর জোর দিচ্ছে।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানী কিয়েভে রাশিয়ার নতুন হামলা হয়েছে, অন্যদিকে ইউক্রেনের হামলায় দক্ষিণ রাশিয়ার কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৭৪টি ড্রোন দিয়ে রাতভর হামলা চালিয়েছে।

এর মধ্যে ইউক্রেন ৯০টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৭০টি ড্রোন লক্ষ্যচ্যুত করা হয়েছে।

হামলায় ওডেসা, খারকিভ, ডনিপ্রো, কিরোভোহার্ড, সুমি, চেরনিহিভ ও কিয়েভ অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *