বাংলাদেশে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী

ডেস্ক রিপোর্ট :

হামজা চৌধুরী এর আগেও বাংলাদেশে এসেছিলেন। তবে এবার এলেন সম্পূর্ণ নতুন পরিচয়ে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের মাটিতে পা রাখলেন তিনি। পেছনে ফেলে এসেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুবর্ণ সুযোগ।

২৭ বছর বয়সী হামজা আজ সোমবার (১৭ মার্চ) সিলেটে পৌঁছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশ দলের নতুন এই তারকা প্রথমে যাবেন তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে।

হামজার সঙ্গে এসেছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা এসেছেন আগেই। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই মিডফিল্ডারের সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। কিন্তু তিনি বেছে নিয়েছেন মাতৃভূমি বাংলাদেশকে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *