1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন, নিহত ৫১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২ Time View

ডেস্ক রিপোর্ট :
ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় একটি হিপহপ কনসার্টের আয়োজনস্থলে আগুন লেগে কমপক্ষে ৫১ জন আমোদকারী নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে কোকানি এলাকার ‘পালস’ নামের ওই নাইটক্লাবটিতে আগুনের এই ঘটনায় আরও শতাধিক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। খবর এএফপির।

দেশটিতে জনপ্রিয় জুটি ডিএনকে এই হিপহপ কনসার্টের আয়োজন করেছিল এবং নাইটক্লাবটিতে সে সময় এক হাজারেরও বেশি যুবক-যুবতির উপচেপড়া ভিড় ছিল। আজ রোববার (১৬ মার্চ) মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পানচে তস্কভস্কি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তস্কভস্কি আরও জানান, এই ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানোর পাশাপাশি রাজধানী স্কপজে ও ৩০ কিলোমিটার দূরের স্টিপ শহরে স্থানান্তর করা হয়েছে।

মধ্যরাত থেকে ওই নাইটক্লাবে কনসার্ট শুরু হয় এবং এসডিকে নামের একটি অনলাইন মিডিয়া আউটলেট জানায়, রাত তিনটার দিকে সেখানে আগুন লাগে। তস্কভস্কি জানান, কনসার্টে লাইট ইফেক্ট সৃষ্টিতে ব্যবহার করা পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুনের ঘটনা ঘটে।

মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তস্কভস্কি বলেন, লাইট ইফেক্ট তৈরির সময় নাইটক্লাবের সিলিংয়ে আগুন ধরে যায় এবং সেখান থেকে অন্যান্য দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যে আগুন বেশ বড় আকার ধারণ করে এবং নাইটক্লাব ঘন ধোঁয়ায় ঢেকে যায়।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, আগুন লাগার আগে কনসার্টের স্থানটিতে ইনডোর আতশবাজি হিসেবে পরিচিত স্টেজ জেট ব্যবহার করা হচ্ছিল।

এর আগে দেশটিতে ২০২১ সালে বড় ধরনের এক আগুনের ঘটনায় উত্তরপশ্চিমাঞ্চলীয় টেতোভো শহরের একটি হাসপাতালে ১৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছিল।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022-2025
কারিগরি সহায়তা: Next Tech