ডেস্ক রিপোর্ট :
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ২০২৫ সালে ১ বিলিয়ন ইউরো ক্ষতির আশঙ্কায় আছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। ওয়াশিংটন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের প্রভাব সরাসরি পড়েছে এই প্রতিষ্ঠানের ওপর। এদিকে অর্থমূল্যের হিসাবে অ্যামেরিকার গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বিএমডব্লিউ।
নিত্যনতুন প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের গাড়ি তৈরিতে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে জার্মান ব্র্যান্ড বিএমডব্লিউর। তাদের গাড়ির অন্যতম বড় বাজার অ্যামেরিকা। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে ক্রমাগত শুল্ক আরোপে বড় ধরণের ক্ষতির মুখে আছে প্রতিষ্ঠানটি।
প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামেরিকায় ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বাড়িয়েছেন। এছাড়া, ম্যাক্সিকো ও চায়নার ওপর আরোপ করা আছে বাড়তি শুল্কের বোঝা। দেশ দুটিতে বিএমডব্লিউ’র কারখানা থাকায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি পড়েছে বিপাকে।
বিএমডব্লিউ’র সিইও, অলিভার জিপসে আশঙ্কা করছেন, চায়নায় তৈরি বৈদ্যুতিক যানবাহন ও ইইউ’র উপর নতুন আরোপিত শুল্কের কারণে ২০২৫ সালে ১ বিলিয়ন ইউরো ক্ষতির মুখে থাকবে তার প্রতিষ্ঠান।
বাণিজ্য যুদ্ধে উভয় সঙ্কটে আছে জার্মান প্রতিষ্ঠানটি। অর্থমূল্যের দিক থেকে বিএমডব্লিউ গ্রুপ অ্যামেরিকার বৃহত্তম মোটরগাড়ি রপ্তানিকারক। এতে অ্যামেরিকার বিরুদ্ধে অন্যদের নেয়া পদক্ষেপও বিপাকে ফেলছে বিএমডব্লিউ’কে। জিপসে বলেন, উন্মুক্ত বাজার এবং মুক্ত বাণিজ্যের পক্ষে আছেন তারা। বিএমডব্লিউ প্রাতিষ্ঠানিকভাবে রক্ষণশীল নীতি বেছে নিয়েছে বলে জানান, বিএমডব্লিউ সিএফও, ওয়াল্টার মের্টল।
ওয়াল্টার মের্টল বলেন, শুল্ক নিয়ে যুদ্ধ ও বিতর্ক শেষ পর্যন্ত সবাইকে আঘাত করে। কিন্তু এই বিরোধে কেউ বিজয়ী হবে না। আমরা এখন একটি রক্ষণশীল নীতি তৈরি করেছি। ধারণা করছি, আমাদের ক্ষতির পরিমাণ হবে প্রায় এক বিলিয়ন ইউরো। তবে বিশ্বাস করি, বর্তমানে যে সমস্ত শুল্ক রয়েছে তা বছরের শেষের দিকে থাকবে না।
এই বাণিজ্য যুদ্ধের মধ্যেই বিএমডব্লিউ নিজেদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কনসেপ্ট ইভি ‘ভিডিএক্স’-এর পরীক্ষামূলক যাত্রার ভিডিও প্রকাশ করেছে। এক হাজার হর্সপাওয়ারের বেশি শক্তি সমৃদ্ধ এই গাড়িটি তাদের নতুন ‘নিউ ক্লাস’-যুগের কম্পিউটিং সিস্টেম ‘হার্ট অফ জয়’-পরীক্ষায় ব্যবহার করা হয়।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply