ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
ইউক্রেনে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

এর কয়েকদিন আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, সহায়তা প্রদান অব্যাহত রাখার আগে তা পর্যালোচনা করা হচ্ছে, যাতে নিশ্চিত করা যায় যে এটি সমস্যা সমাধানে সহায়ক হচ্ছে।

ব্লুমবার্গ ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ততদিন পর্যন্ত বহাল থাকবে, যতদিন না ট্রাম্প মনে করেন যে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার জন্য সদিচ্ছা প্রদর্শন করছে।

ফক্স নিউজকে উদ্ধৃত করে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “এই স্থগিতাদেশ সহায়তার স্থায়ী বাতিল নয়, এটি একটি সাময়িক বিরতি”।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইউক্রেনে না থাকা সমস্ত মার্কিন সামরিক সরঞ্জামও এই স্থগিতাদেশের আওতায় পড়বে, যার মধ্যে বিমান ও জাহাজে পরিবহনরত অস্ত্র ও পোল্যান্ডের ট্রানজিট এলাকায় অপেক্ষমাণ সামগ্রীও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া, ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে এই স্থগিতাদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই খবর এমন এক সময়ে আসলো যখন ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, তিনি সামরিক সহায়তা স্থগিত করার বিষয়ে কথা বলেননি, তবে তিনি মনে করেন জেলেনস্কিকে ওয়াশিংটনের সমর্থনের জন্য আরও কৃতজ্ঞ হওয়া উচিত।

প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ইতোমধ্যে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *