এবার ইসরায়েলকে ৩০০ কোটি ডলারের গোলা-বুলডোজার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলের কাছে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্র, বুলডোজার ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এসব অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০৪ কোটি ডলারের বোমা, ৬৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং সাড়ে ২৯ কোটি ডলার মূল্যের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন।

ডিএসসিএ আরও বলেছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একটি শক্তিশালী ও আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে গত মাসের শুরুর দিকে ইসরায়েলের কাছে ৭৪০ কোটি ডলার মূল্যের বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল ওয়াশিংটন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজায় নির্বিচার হামলা চালিয়ে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এসব হামলায় এখন পর্যন্ত এক লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *