মোবাইল ছিনতাই করে পালানোর সময় এটিএসআই এর হাতেনাতে ধরা

ডেস্ক রিপোর্ট :
ঢাকার উওর শাহজাহানপুর  মোড়ে  নামাজ পরতে আসা এক মুসল্লির  মোবাইল ছিনতাই করে নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার সময় সবুজবাগ ট্রাফিক জোন থেকে এক মোবাইল ছিনতাইকারীকে আটক করেন এটিএসআই মোঃরিয়াজুল ইসলাম।

২৮/০২/২৫ইং তারিখে আনুমানিক সময় দুপুর. ১.২০ ঘটিকায় শাহজাহানপুর থানার উওর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে নামাজ পড়তে আাসা মুসল্লি আবু তাহের এর পকেটে থাকা মোবাইল ছিনতাই করে দৌড় দিলে, আমতলা মোড়ে ডিউটিরত অবস্থায় ছিনতাই কারিকে হাতেনাতে আটক করে শাহজাহানপুর  থানায় সোপর্দ করেন এটিএসআই মোঃরিয়াজুল ইসলাম ।
ঘটনাস্থলে লোকজন জড়ো হলে তারা ছিনতাইকারীকে মারধর করতে চাইলে এটিএসআই মোঃরিয়াজুল ইসলাম তাদের বাধা প্রদান করেন এবং তাকে থানায় সোপার্দ করেন ।
ভিক্টিম এর নাম মো: আবু তাহের  (৩৮) । আসামী হাবিবুর রহমান  (২৭) ।
তার নামে চাঁদপুর / ঢাকায় চুরি /ছিনতাই /ডাকাতির মতো একাধিক  মামলা আছে ।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *