1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেটঃ
ট্রাম্পের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়ল বেসামরিক বিমান, অতঃপর… যমুনায় যেতে শিক্ষকদের বাধা, পুলিশের জলকামান-লাঠিচার্জে আহত ৫ ৩ দিন পর গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল ভারত পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই পাকিস্তানে সেই ট্রেন থেকে ৮০ জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত কানাডার ওপর বিশ্বের সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের শেখ পরিবারের নামে থাকা সেনাবাহিনীর ১৬ স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন হাসিনা ও তাঁর পরিবারের নামে ছয় দেশে সম্পদের সন্ধান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সম্ভাবনা শেষ হয়ে যাবে : তারেক রহমান

নির্বাচন নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩ Time View

ডেস্ক রিপোর্ট :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করে নিয়ে আসবে।

সংস্কার জিয়াউর রহমান শুরু করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, একটি বদ্ধ একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল। সেখান থেকে নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত সংবাদপত্র। এটা এখন অনেকেই ভুলে গেছেন। এই তরুণ প্রজন্মের অনেকেই হয়ত জানেন না যে, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল সকল সংবাদপত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।

ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করবার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ইতিহাস তারা পনেরো বছর ধরে বিকৃত করেছে। আনন্দের কথা, কেউ ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মুক্ত চিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022-2025
কারিগরি সহায়তা: Next Tech