ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মালবাহী জাহাজ ‘এম ভি রুপসি’র ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। তবে, নিখোঁজ রয়েছে আরও অনেকে।
উদ্ধার মরদেহগুলোর মধ্যে শিশু ছাড়া তিন জন নারী ও অপর ব্যক্তি বৃদ্ধ। এরইমধ্যে উদ্ধারকাজে যোগ দিতে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
এদিকে, মালবাহী জাহাজ এমভি রুপসী জব্দ করার পাশাপাশি জাহাজের চালকসহ এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া নৌ-পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে কমিটির সদস্য করা হয়েছে।
এই কমিটিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করে তিন কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবেদন আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।
উল্লেখ্য, রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে মালবাহী জাহাজ ‘এমভি রুপসী’র ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এম এল আশ্রাফ উদ্দিন’ ডুবে যায়। জাহাজটির ধাক্কায় কয়লাঘাটের কাছে মুহুর্তেই পানিতে ডুবে যায় মুন্সীগঞ্জগামী লঞ্চটি। এসময় প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়েন অনেকে। তাদের কয়েকজন সাঁতরে তীরে উঠেন। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ পুলিশের ডুবুরি দল।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply