ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’র খেলায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্কোয়াডের মাত্র ছয় ক্রিকেটারের রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা।

অধিনায়ক নাজমুল শান্তসহ ৯ ক্রিকেটার প্রথমবার খেলছেন মিনি বিশ্বকাপে। স্কোয়াডের চার পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব-সবাই ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করেন।

এ ছাড়া সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রয়েছেন দারুণ ছন্দে। অফ স্পিনের পাশাপাশি দারুণ ব্যাটিং করেন।

লেগ স্পিনার রিশাদ হোসেন লেট অর্ডারে আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান। তানজিম সাকিবও প্রয়োজনীয় মুহূর্তে প্রত্যয় ব্যাটিং করেন। ব্যাটিংয়ের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের স্পিন যথেষ্ট কার্যকরী। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ চার-ছক্কা মারেন।বাঁ হাতি ওপেনার সৌম্য তৃতীয় সীমার হিসেবে খেলে থাকেন।

এমন একটি কার্যকরী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল বলেন, ‘আমাদের দলে বেশ কিছু ভালো অলরাউন্ডার রয়েছে। আমরা ওদের ওপর নির্ভর করছি। এ টুর্নামেন্টে যে কোনো দল জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হতে মরিয়া, চেষ্টা করব।

তবে এখনই বেশি কিছু ভাবছি না। আমাদের দলের পেসাররা খুবই ভালো ছন্দে রয়েছেন। নাহিদের মতো বোলার পেয়ে আমরা গর্বিত। যদি ও খেলে তা হলে ঠিক নিজের কাজ করে দেবে। স্পিনার এবং পেসারের ভালো ভারসাম্য আমাদের দলে রয়েছে। ’

অপরদিকে, প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফির দুবারের চ্যাম্পিয়ন ভারত। দলটিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো বিশ্বখ্যাত তারকা ক্রিকেটার রয়েছেন। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

উল্লেখ্য, ২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছে টাইগাররা।

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *