বিদেশে যাচ্ছেন? জেনে নিন সহজ ৫ কৌশল

ডেস্ক রিপোর্ট :
বিদেশে যাচ্ছেন, নিশ্চয়ই সেই দেশটি সম্পর্কে জেনেছেন, কোথায় যাবেন, কি করবেন তারও তালিকা করেছেন। কিন্তু সমস্যা হলো বিদেশের মাটিতে পা রাখার পরেই। কোথায় যাবেন, কোন দিকে, বুঝতে পারছেন না। অনেক সময় বিমানবন্দরে শুধুমাত্র সেই দেশের ভাষায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া থাকে। এক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করে বোঝাটাও খুব কঠিন হয়ে ওঠে। কোথা থেকে মালপত্র সংগ্রহ করবেন, কোনদিকে অভিবাসনের যেতে হবে, সেটা বুঝতে গিয়েই সময় চলে যায়। সহজ কয়েকটি কৌশল জানা থাকলে বিদেশের বিমানবন্দরেও অভিবাসন, নিরাপত্তাজনিত পরীক্ষা-নিরীক্ষা, লাগেজ নেওয়ার কাজটি অনেক সহজ হতে পারে।

পড়াশোনা

কিছুটা পড়াশোনা খুব জরুরি। যে দেশে যাচ্ছেন সেই দেশের বিমানবন্দরের অফিশিয়াল সাইটে ঢুকে দেখতে পারেন, কোনও ম্যাপ বা টার্মিনাস সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে কি না। প্রয়োজনে গুগল ম্যাপ ব্যবহার করে কোন গেট দিয়ে বের হলে কোনদিকে যাওয়া যায় জেনে নিন। বিমানবন্দরের কোন গেট দিয়ে বের হলে সুবিধা, কোনদিক দিয়ে যেতে হবে, সে বিষয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে পর্যটকদের কোনো ভিডিও রয়েছে কি না, খুঁজে দেখুন।

জরুরি অ্যাপ

মোবাইলের বিভিন্ন অ্যাপও কাজে লাগানো যায়। যে বিমান পরিবহন সংস্থার মাধ্যমে যাচ্ছেন, তাদের অ্যাপ, গুগল ট্রান্সলেটর মোবাইলে রাখলে সুবিধা হবে। বিমান কোথা থেকে ছাড়বে, কত দেরি হবে বা সময়ে রয়েছে কি না, এই ধরনের তথ্য বিমান সংস্থার নিজস্ব অ্যাপে পেয়ে যাবেন। বিমাবন্দরে প্রয়োজনীয় নির্দেশিকার ভাষা বুঝতে অসুবিধা হলে গুগল ট্রান্সলেটরের ক্যামেরা কাজে আসবে। ক্যামেরা চালু করে লেখার উপর ধরে যে ভাষায় সেটি দেখতে চাইছেন, তা উল্লেখ করলেই মুহূর্তে অনুবাদ হয়ে যাবে।

ই-গেট পাস

বিদেশের ব্যস্ত বিমানবন্দরগুলোতে ই-গেটপাসের সাহায্য ভিড় এড়ানো সহজ হয়। এজন্য বিমানবন্দরের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। পাসপোর্ট, ব্যক্তিগত তথ্য, হাতের আঙুল বা মুখের ছবি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করলে ডিজিটাল প্রোফাইল তৈরি হয়। ই-গেটে প্রথমে পাসপোর্ট স্ক্যান করাতে হয়, তারপর যাত্রীর মুখ। পাসপোর্ট, প্রোফাইলে দেওয়া তথ্য, ছবির সঙ্গে মুখ মিলিয়ে দেখে যন্ত্র। তাতে কোনো ত্রুটি না থাকলে গেট বা দরজা খুলে যায়।

পরিবহনের উপায়

বিমানবন্দর গন্তব্যে পৌঁছানোর জন্য কী কী ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে আগাম ধারণা থাকলেও সুবিধা হবে। বিমানবন্দরের নিজস্ব ট্যাক্সি স্ট্যান্ডে ভিড় থাকতে পারে। ট্রেন বা বাসে গন্তব্যে পৌঁছানো যায় কি না, বিমানবন্দরে কোন গেট দিয়ে বের হলে বাস বা ট্রেন পেতে সুবিধা হবে, আগাম জেনে নিন। প্রয়োজনে টিকিটও কেটে রাখতে পারেন।

পোশাক

বিমানবন্দরে অনেক সময় পোশাকের জন্যও ঝামেলা পোহাতে হতে পারে। বেল্ট, জ্যাকেট থাকলে তা খুলে স্ক্যান করাতে হয়। জুতাও অনেক সময় খুলে নিরাপত্তারক্ষীরা দেখতে চান। ফলে বেল্ট ছাড়া কোনো পোশাক বেছে নিলে বারবার তা খোলা-পরার ঝামেলা থাকবে না। যে জুতা সহজে খোলা-পরা যায়, তেমনই কোনো একটি পরতে পারেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *