বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে কর্মচারী কর্তৃক ট্রলার মালিককে কুপিয়ে জখম করে সাগরে ফেলে দেওয়ার ৪ দিন পর মঙ্গলবার বিকালে বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের বিষখলাী নদীর নীলামা পয়েন্ট থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পাথরঘাটা পুলিশ।
সকাল থেকেই নীলিমা পয়েন্টে বিষখলাী নদীতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখলেও ঝামেলায় জড়ানোর আশঙ্কায় কেউ পুলিশে জানায়নি বলে জানান স্থানীয়রা। নীলিমা পয়েন্টে আসা এক ব্যক্তি বেলা ১টার দিকে ৯৯৯ নাম্বারে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয়রা ধারণা করছেন, ১৫ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে ট্রলার বোঝাই মাছ নিয়ে খুলনা আড়ৎয়ে যাওয়ার সময় রাতে ট্রলার মালিক রাশেদ খাকে (৩৫) কুপিয়ে জখম করে সাগরে ফেলে দেয় কর্মচারী ট্রলার মাঝি ইব্রাহিম (৩৬)। পরেরদিন শুক্রবার পাথরঘাটায় ট্রলারসহ মাছ বিক্রি করতে এসে ধরা পড়ে সে।মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
এটিভি বাংলা/ হৃদয়
Leave a Reply