ডেস্ক রিপোর্ট :
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সিলেবাস অনুযায়ীই এবারের পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মতো সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply