ডেস্ক রিপোর্ট :
নড়াইলে পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুজন ওই গ্রামের আফসার বিশ্বাসের ছেলে ও জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, সুজন সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি সুজন।
সুজনের স্বজনরা তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ইউনিয়ন বিট পুলিশকে পাঠিয়েছি। আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা লাশ নিয়ে গেছেন।
এটিভি বাংলা /হৃদয়
Leave a Reply