জামিন পেলেন মডেল পিয়াসা

বিনোদন প্রতিবেদক:

আলোচিত মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মাদকের দুটি মামলায় ইতোপূর্বে জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ।

আজ মঙ্গলবার রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে পিয়াসার পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত বছর পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইল না। তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, সেটিতেও তিনি জামিনে রয়েছেন।

গত বছরের ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে মডেল পিয়াসাকে আটক করে পুলিশ। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি। ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দেন মহানগর দায়রা জজ আদালত। গুলশান থানায় ৬ সেপ্টেম্বর মুনিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলা করেন। ওই মামলার সাত নম্বর আসামি হচ্ছেন মডেল পিয়াসা। আজ হাইকোর্ট তাকে জামিন দেন।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *