ডেস্ক রিপোর্ট :
শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক মারা যায়। রাত আটটার দিকে জামালপুরে কলা কিনতে যাওয়ার পথে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আজিজ মিয়া (৩৫) নিহত হয়েছেন।
অপরদিকে রাত সাড়ে নয়টার দিকে শেরপুর-ঝিনাইগাতি মহাসড়কের তাতালপুর এলাকায় মোটরসাইকেল আরোহী যুবক আনন্দ (২৭) সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায়। আনন্দ ও তার বন্ধু ঝিনাইগাতি পর্যটন এলাকা থেকে বাড়ি ফিরছিল। এই দুই সড়ক দুর্ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আজিজ মিয়া ভাতশালা ইউনিয়নের জুলহাস উদ্দিনের ছেলে। আর আনন্দ প্রৌর এলাকার চকবাজার মহল্লার এরশাদ আলীর ছেলে।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানান, দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply