স্পোর্টস প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জাতীয় দলের পাওয়ার হিটার কোচ হিসেবে কাজ করছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার অ্যালবি মরকেল।
পরীক্ষামূলকভাবে ৫ দিনের জন্য মরকেলকে নিয়োগ দিয়েছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, এটা কোনো নিয়োগ না। সে এখন অ্যাভেইলেবল আছে, তাই শর্টটার্ম কয়েকটা সেশন করাবে খেলোয়াড়দের। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা গেছে জাতীয় দল। জোহানেসবার্গে অনুশীলন শুরু করেছে টাইগাররা। সেখানেই দলের সাথে যুক্ত হয়েছেন এবি মরকেল। তামিম, সাকিবদের পাওয়ার হিটিং নিয়েই কাজ করবেন তিনি।
এদিকে, টাইগার টেস্ট স্কোয়াড ক্যাম্প করছে গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমীতে। ১৮ই মার্চ সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply