ডেস্ক রিপোর্ট :
বিপিএলে বিরতির ফাঁকে মাগুরায় দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন কার্যক্রম শেষে খেলায় সময় দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার বিকাল সাড়ে ৪টায় সাকিবকে দেখা গেল মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিতে। এ স্টেডিয়ামে স্থানীয় জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে নিয়মিত যে ফুটবল চর্চা হয় সেই চর্চায় যোগ দেন সাকিব।
সাকিবকে দেখেই আনন্দ উদ্বেলিত হন স্থানীয় দর্শকসহ ফুটবল অনুশীলনকারী তরুণরা। তাদের সাথে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সাথে সেলফি তোলেন ও কুশল বিনিময় করেন।
এ সময় স্থানীয় সাংবাদিকদের সাকিব বলেন, বিপিএলের বিরতিতে মাগুরায় এসেছি। দুই দিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সাথে যতদূর সম্ভব দেখা করব। যেহেতু নির্বাচনে বিজয়ী হওয়ার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply