ডেস্ক রিপোর্ট :
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুরে জেলা শহরের টিঅ্যান্ডটি গেইট সড়কে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া চালক আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply