ডেস্ক রিপোর্ট:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নিত্যপণ্যের মজুদ করে ও মূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যেন ফায়দা নিতে না পারে, সেজন্য দু-একদিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে।’ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে রোববার দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
টিপু মুনশি বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি আমরা ভোজ্যতেলের একটা দাম নির্ধারণ করে দিয়েছিলাম, যেটা জানুয়ারি মাসের ৩০ দিনের গড় আমদানি মূল্যের ওপর করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে আজ যেটা বাড়ছে সেটা আজ প্রভাবে ফেলছে, তা কিন্তু নয়।’
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply