ডেস্ক রিপোর্ট :
নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এই ঘটে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ঝাউসী এলাকায় সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে ছয়জন।
নিহত যাত্রীদের একজন পুলিশ সদস্য। তিনি জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আজিজুল হাকিম। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। এ ছাড়া অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বারহাট্টা উপজেলার ফকিরাবাজার ফাঁড়িতে কর্মরত এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply